Xyz ডোমেইন কীভাবে নেবো?

1 Answers   13.2 K

Answered 2 years ago

আপনি যে কোন ডোমেইন রেজিস্ট্রার কোম্পানি থেকে আপনার পছন্দের .XYZ ডোমেইনটি কিনতে পারবেন। এ ক্ষেত্রে আপনি দেশি যে কোন ডোমেইন রেজিস্ট্রার ও হোস্টিং কোম্পানি থেকে খুব সহজেই নিতে পারবেন। আর যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে দেশের বাহিরের যে কোন কোম্পানি থেকে ও নিতে পারবেন। তবে আমার মতে দেশের যে কোন রেপুটেড কোম্পানি থেকে নিতে পারেন এ ক্ষেত্রে আপনি Cyber Developer BD থেকে নিতে পারেন এখানে আপনি বিকাশ, রকেট, নগদ, কার্ড অথবা পেপাল দিয়ে ও ডোমেইন কিনে প্যামেন্ট করতে পারবেন। আপনার যে কোন সমস্যায় সাথে সাথে সাপোর্ট পাবেন। ডোমেইন কিনার ব্যাপারে আর বিস্তারিত জানতে এই ব্লগপোস্ট দেখতে পারেন আশা করি আপনার সমস্যার সঠিক সমাধান পাবেন। ধন্যবাদ।


Ahmed Bee
ahmedbee
248 Points

Popular Questions