একটি পুকুরের কচুরিপানা একদিনে দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পায়। যদি পুকুরের কচুরিপানা ১৫ দিনে অর্ধেক পূর্ণ হয়, তাহলে কতদিনে সম্পূর্ণ পুকুর ভরে যাবে?

2 Answers   3.9 K

Answered 2 years ago

আপনি যদি থেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই প্র্রশ্নের উত্তর প্র্রশ্নের মধ্যেই আছে। কিভাবে ? তাহলে দেখুন, বলা হয়েছে পুকুরটির কচুরিপানা একদিনে তার পূর্বের দ্বিগুন হয়ে যায়, এখন যদি পুকুরটি অর্ধেক কচুরিপানা দ্বারা পূর্ন থাকে তার মানে আগামিকাল তার দ্বিগুন অর্থাৎ পুরোটাই ভরে যাবে। সুতরাং ১৫ দিনে যদি পুকুরটি অর্ধেক কচুরিপানায় ঢাকা থাকে তার পরের দিন অর্থাৎ ১৬ তম দিনে পুকুরটি সম্পুর্ণভাবে কচুরিপানায় ভরে যাবে।


Noyon Khan
noyonkhan
287 Points

Answered 2 years ago

আপনি যদি থেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই প্র্রশ্নের উত্তর প্র্রশ্নের মধ্যেই আছে। কিভাবে ? তাহলে দেখুন, বলা হয়েছে পুকুরটির কচুরিপানা একদিনে তার পূর্বের দ্বিগুন হয়ে যায়, এখন যদি পুকুরটি অর্ধেক কচুরিপানা দ্বারা পূর্ন থাকে তার মানে আগামিকাল তার দ্বিগুন অর্থাৎ পুরোটাই ভরে যাবে। সুতরাং ১৫ দিনে যদি পুকুরটি অর্ধেক কচুরিপানায় ঢাকা থাকে তার পরের দিন অর্থাৎ ১৬ তম দিনে পুকুরটি সম্পুর্ণভাবে কচুরিপানায় ভরে যাবে।


Noyon Khan
noyonkhan
287 Points

Popular Questions