Answered 2 years ago
কোনো যুদ্ধ দীর্ঘ সময় ধরে চললে তাকে বলে War । যেমন- বাংলাদেশের মুক্তিযুদ্ধ। যা দীর্ঘ নয় মাসব্যাপী চলেছিল।
অপরদিকে—
কোনো যুদ্ধ খুব অল্প সময় ধরে চললে তাকে বলে Battle । যেমন-পলাশীর যুদ্ধ। যা মাত্র ১-২ দিন চলেছিল। আবার, বড় War-এর মাঝে ছোট ছোট যে যুদ্ধ গুলো হয় তাকে Battle বলে। যেমন-হিলির যুদ্ধ(বগুড়া যুদ্ধ) একটি Battle যা মুক্তিযুদ্ধের সময় হওয়া ছোট যুদ্ধ(২৩নভে—১১ডিসে, ১৯৭১)।
rakibafsar publisher