Answered 2 years ago
VPN দিয়ে স্পিড বাড়ে না বরং কমে। কারণ সংযোগ আরেকটা মাধ্যমের দ্বারা প্রভাবিত হয়। ধরুন আপনি ঢাকা থেকে দিল্লী কিছু প্যাকেট পাচার করবেন। কিন্তু আপনি চান যেন মনে হয় প্যাকেট গুলা তামিলনাড়ু থেকে এসেছে। তাই প্যাকেট গুলা ঢাকা থেকে তামিলনাড়ু গেলো তারপর সেখান থেকে দিল্লী। এবার আপনি বলুন এভাবে গেলে সময় বেশি লাগবে না কম ? VPN এও একই জিনিস ঘটে।
seeamkhan publisher