'Unicorn' শব্দের আর্থ কী?

1 Answers   10.3 K

Answered 2 years ago

উপরোক্ত প্রশ্ন করার জন্য ধন্যবাদ।

এই প্রশ্নের অন্য উত্তর শ্রী অনিরুদ্ধ বাবু দিয়েছেন। আমি এই উত্তরের সঙ্গে একমত।

তবুও Unicorn এর অর্থ হল অদ্বিতীয় চরিত্র অথবা অদ্বিতীয় কৃতিত্ববান ব্যক্তি ।

অনেক সময় বড় বড় কোম্পানির ব্যবস্থাপকরা এমন একটি ব্যক্তির সন্ধান করে থাকেন যিনি সেই কোম্পানির পরিচালনা-সংক্রান্ত সমস্ত ব্যাপারে যথেষ্ট জ্ঞান রাখেন।

যেমন একটি ঔষধের কোম্পানি যদি এমন একটি লোককে খুঁজে বার করে যিনি pharmacy তে M-Pharm ডিগ্রী প্রাপ্ত , তিনি IIM থেকে MBA এবং অর্থ শাস্ত্র বিষয়েও MA with Distinction । এইরকম ব্যক্তি যখন কোম্পানির পরিচালনা করেন তখন সফলতা-প্রাপ্তি অবশ্যম্ভাবী । এইরকম দক্ষ ব্যক্তি সচরাচর উপলব্ধ হয় না । এনাদের বার্ষিক বেতন কোটির ঘরে ।

যেহেতু এইরকম ব্যক্তিকে Unicornএর মত খুঁজে পাওয়া অত্যন্ত দুরূহ, এইজন্য এইরকম দুর্লভ ব্যক্তিদের Unicorn বলা হয় ।

যখন একটি Multi- National Company ল্যসে চলছে , তখন সেই কোম্পানির ব্যবস্থাপনা বোর্ড Unicorn দের নিযুক্তির জন্য অনুসন্ধান করে থাকেন । একবার Unicorn ব্যক্তির নিযুক্তি-প্রক্রিয়া হয়ে যাবার পর Unicornএর উপর সেই কোম্পানির ব্যবস্থাপনা ন্যস্ত করা হয় । এই খবর অর্থ শাস্ত্র সম্বন্ধিত সংবাদপত্রে ( Economic Times , Financial Express ইত্যাদি) প্রকাশিত করা হয় । এর পর সেই কোম্পানির শেয়ার- মূল্য বৃদ্ধি পায় । এর কারণ শেয়ার-ধারকরা জানেন যে Unicorn এর পরিচালনায় কোম্পানির সর্বাঙ্গীন উন্নতি সুনিশ্চিত থাকবে ।

Ritu Khatun
ritukhatun
336 Points

Popular Questions