Tense পড়ি শিখি মনে থাকেনা কী করবো?

1 Answers   6.8 K

Answered 2 years ago

নিয়মিত অনুশীলন দরকার। নিয়মিত মানে প্রত্যহ। প্রথম প্রথম প্রত্যেক দিন ১২ টা tense এর ব্যবহার করুন translation এর মাধ্যমে। কীভাবে করবেন, দেখিয়ে দিচ্ছি। Simple Present Tense. Rule: Subject যদি Third person singular number হয়, verb এর সাথে 's' Or 'es' যোগ হয়। এইটা বলে তারপর বলুন, আমি ফুটবল খেলি - I play football. আমরা ফুটবল খেলি - We play football. তুমি বা তোমরা ফুটবল খেল - You play football. সে ফুটবল খেলে - He plays football. তারা ফুটবল খেলে - They play football. আরো 11 টি নিয়ম বলে প্রত্যেকটি tense এর 5 টি করে উদাহরণ। হয়তো সময় লাগবে বড়জোর 10 মিনিট। দিনের মধ্যে মাত্র 10 মিনিট খরচ করে tense সারাজীবনের জন্য মনে রাখতে পারবেন। ধন্যবাদ।


Sumona Khatun
sumonakhatun
542 Points

Popular Questions