Ssc পরীক্ষা-এর ৭০ দিন বাকি। কিভাবে ৭০ দিনে সব পরা রিভিশন দিব ভালোভাবে?

1 Answers   3.8 K

Answered 2 years ago

SSC পরীক্ষার জন্য ৭০ দিনের সময় প্রয়োজন হলে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করা যেতে পারে: প্রথমে পরীক্ষার সমন্বয়ে বিষয়গুলো নির্বাচন করুন। পরীক্ষার সমন্বয়ে বিষয়গুলো নির্বাচন করা যাবে এমন নয়। পরীক্ষার সময় প্রশ্নপত্রে কোন বিষয় থেকে কতটা প্রশ্ন আসে তা দেখে বিষয় নির্বাচন করুন। নির্ধারিত সময়সূচি তৈরি করুন। রিভিশন এবং অধ্যয়নের জন্য সময়কে ভালোভাবে ব্যবহার করা উচিত। প্রতিদিন কমপক্ষে ৬-৮ ঘণ্টা সময় ব্যবহার করে অধ্যয়ন ও রিভিশন করা যাবে। একটি তালিকা তৈরি করুন সমস্ত বিষয়গুলোর উপর এবং বিষয়গুলোকে পর্যবেক্ষণ করতে দ্বিতীয় পদক্ষেপ হলো বিষয়গুলো ভালোভাবে অধ্যয়ন করা। একটি বিষয় অধ্যয়ন কর
Indila Indira
indilaindira
286 Points

Popular Questions