Answered 2 years ago
উপরোক্ত প্রশ্ন করার জন্য ধন্যবাদ।
যখন আপনার সংশয় হবে তখন প্রথমে আপনি ইংরেজি বাক্যের বাংলা লিখবেন।
ধূম্রপান একটি বিপজ্জনকভাবে খারাপ অভ্যাস। কিন্তু এই বাক্যে ক্রিয়া কোথায় ? কেন না বাংলায় আমরা ক্রিয়া লিখি না । এইজন্য মনে সংভ্রম উৎপন্ন হয় । এই বাক্যে ক্রিয়াপদ হল " হয় "।
ধূম্রপান একটি বিপজ্জনকভাবে খারাপ অভ্যাস হয় ।
ধূম্রপান বিপজ্জনকভাবে হয়— একটি খারাপ অভ্যাস।
অর্থাৎ বিপজ্জনকভাবে - ক্রিয়াবিশেষণ
হয়- ক্রিয়া
এইভাবেই কারণ মীমাংসা করবেন।
আমার অভিমতে উপরোক্ত বাক্য ব্যাকরণ-গত ভাবে সঠিক।
fiya publisher