"See you not for mind" এই বাক্যের অর্থ কী?

1 Answers   10.7 K

Answered 2 years ago

গাইবান্ধা জেলার বামনডাঙ্গা এলাকার শ্যামল নামী একজন ভাইরাল ব্যক্তি এ বাক্য সর্বপ্রথম ব্যবহার করেন। এর আক্ষরিক কোন অর্থ নেই। ট্রল অর্থে ব্যবহৃত হয়। তিনি নিজেই বলেছেন, তিনি ইংরেজি ছাড়া কথা বলেন না। কিন্তু তার ভিডিও থেকে অনুমান করা যায় যে, তিনি খুব বেশি ইংরেজি জানেনও না। তবে সবাই এক বাক্যে স্বীকার করবে, তিনি একজন মজার মানুষ। তিনি চারপাশটা মাতিয়ে রাখতে ভালোবাসেন।

তবে শাব্দিক অর্থের দিকে খেয়াল করলে দেখা যায়, see you অর্থ দেখা হবে, not for mind অর্থ মনের জন্য নয়। তাহলে see you not for mind এর অর্থ হচ্ছে "দেখা হবে কিন্তু মনের জন্য নয়"। অথবা দেখা হবে কিন্তু মন থেকে নয়।

Dr. Runa Rahaman
dr.runarahaman
175 Points

Popular Questions