"Salary negotiation pitch"- কর্পোরেট জগতে এই কথাটির সঙ্গে আমরা পরিচিত। এখানে "pitch" কথাটির অর্থ কী?

1 Answers   6.9 K

Answered 2 years ago

“Pitch” কথাটি ইংরেজীতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়ে থাকে। শুধু pitch শব্দের অর্থ হবে ‘নিক্ষেপ’।

ইংরেজিতে ক্রিকেট খেলা হয় pitch এর উপর। ব্যবসায় ব্যবহার হয় যে তিনি অমুক ব্যবসা pitch করছেন। যারা বিক্রি করেন, সেল্স করেন, তারা শব্দ ব্যবহার করেন sales pitch। আবার সঙ্গীত বা স্বরের তার তম্যর স্তর বোঝাতে ব্যবহার হয়, high pitch (উচ্চ স্বরে), low pitch (নিম্ন স্বর) ইত্যাদি। এই প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রেই তার বিশিষ্ট নিক্ষেপ বোঝানো হচ্ছে।

আপনার প্রশ্নের ক্ষেত্রে চাকরীতে নিজের মায়না সঙ্ক্রান্তে আলাপ বা কথাবার্তা বলার সময় একটি নির্দিষ্ট ভাবে নিজের বক্তব্য নিক্ষেপ করা। একজন ব্যক্তির নিজের যোগ্যতা নিয়ে দাবী করার সময়, তিনি কী কী ভাবে, কিসের ভিত্তিতে তা দাবী করছেন তার সমন্বয় করে তাকে উপযুক্ত ভাবে নিক্ষেপ করছেন।

তার শিক্ষা, তার ভুতকালের অনুভব সময়াবধি বা বাস্তবিক কর্ম সংক্রান্তে বিবিধ বা বিশিষ্ট অনুভব , তার দ্বারা কৃত পূর্বের ইতিবাচক ফলাফল, তার দ্বারা কোনো সংস্থানের জন্য অর্জিত লাভ, বাজারে এই চাকরি বা এই পদে কাজ করলে সচরাচর কত টাকা পাওয়া যায়, তার তুলনামূলক উদ্ধৃতি, ইত্যাদি। এই সব কিছুর সমন্বয়ে তিনি নিজের মায়নার যোগ্যতা দাবী করছেন। এই যে এতগুলি উপাদানের বা যেই উপাদানের সমন্বয় সংযোজন তিনি করছেন, তা হলো তার নিজের জন্য negotiation pitch। তার সংক্রান্ত বিষয়ে আলাপের নিক্ষেপ।

Rocky Khan
Rocky Khan
547 Points

Popular Questions