Quora সম্পর্কে আমাকে সম্পূর্ণ জানাবেন কি?

1 Answers   6.3 K

Answered 2 years ago

একটা জিনিস ইদানিং খুব চোখে লাগছে। অনেকে নির্ভেজাল কনটেন্ট রাইটিং এর মত করে কোরায় প্রশ্ন এবং উত্তর দিচ্ছে। আমি কোরায় আসা শুরু করেছিলাম এখানে বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা হয় দেখে। সেই চর্চাটা কন্টেন্ট রাইটিং এর ঠেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কন্টেন্ট মার্কা লেখাগুলো চেনার উপায় দিচ্ছি কয়েকটা।

    লেখার শেষে আপভোট দেওয়ার, অনুসরণ করার অনুরোধ থাকবে।
    যেসব প্রশ্নের উত্তর সহজেই পাওয়া যায় সেসব প্রশ্ন থাকবে। যেমন "ঢাকা কোন দেশের রাজধানী"
    প্রশ্ন হবে এমন যাতে তথ্য ভিত্তিক উত্তর চাওয়া হচ্ছে না।
    উত্তরে অনর্থক নাটকীয়তা থাকবে। যেমন, নিউইয়র্কে করোনা ভাইরাসের প্রকোপ সম্পর্কে একটা উত্তরে একজন লিখেছিল নিউইয়র্কের বাতাস নাকি লাশের গন্ধে ভারী হয়ে গেছে। লাশের গন্ধে বাতাস ভারী হতে অন্তত কয়েকশ লাশ গোটা শহরের রাস্তায় পরিত্যক্ত পড়ে থাকা লাগে। নিউইয়র্কে অনেক প্রানহানী ঘটেছে। কিন্তু লাশের গন্ধে বাতাস ভারী হয়নি। যে লিখেছে সেই জানে কোন আক্কেলে এরকম ফালতু কথা লিখতে গেল।
    যেসব বিষয়ে কোরায় আগে থেকেই প্রশ্ন আছে সেই একই প্রশ্ম আবার ঘুরিয় জিজ্ঞেস করবে। যেমন, সিয়েরা লিওনে বাংলা ভাষা নিয়ে যেই গুজবটা আছে সেটা কয়েকবার আলোচনা করা হয়ে গেছে। তারপরেও মাসখানেক আগে একজন প্রশ্ন দিয়েছে। একজন আবার কষ্ট করে উত্তর লিখেছে, যথারীতি ভুল ভাল গুজব রেফারেন্স দিয়ে।
    প্রশ্নটায় একটা সাইটের লিংক থাকবে, প্রশ্নটা হবে মূলত ঐ সাইটের বিজ্ঞাপন। যেমন, আপনি কি আপনার টাক মাথায় চুল গজাতে চান? নিচে লিংক হিসাবে টাক মাথায় চুল গজানোর তেলের ওয়েবসাইট।
    আরও অনেক আছে। সব উল্লেখ করার সময় নাই।

ইন্টারনেটে হাজারে হাজার ফালতু কন্টেন্ট দিয়ে ভরা সাইট আছে। কেউ ব্লগ বানায়, কেউ ম্যাগাজিন ইত্যাদি। এটাও একধরনের ব্যবসা। কন্টেন্টের সাইটে ট্রাফিক গেলে সাইটে বিজ্ঞাপন থেকে আয় হয়। ভাল। কিন্তু ঐ বালটা কোরাতেও আসতেই হবে? ওই জিনিস দেখতে চাইলে কোরায় আসব কেন, ঐসব সাইটেই যাই। কোরার কর্তৃপক্ষেরও রেভেনিউ বড় প্রয়োজন এটা আমি বুঝি। তার জন্য আপনারা টার্গেটেড আ্যড থেকে শুরু করে আরও অনেক কিছু করেছেন এবং ভবিষ্যতেও করবেন। এক একবার পেজ লোডে সেসব আ্যাড থেকে আমাদের ব্রাউজারে পঞ্চাশটা করে কুকি ফেলবেন। এ সবই মানা যায়। কোরার ভিশন নাকি জগতের সব জ্ঞান এক জায়গায় নিয়ে আসা, বা সেরকম কিছু একটা। কিন্তু বাজে কন্টেন্ট দিয়ে কোরা ভরিয়ে ফেললে আপনাদেরই ঠিক করা ভিশনের বারোটা বাজে। সেই সাথে বাণিজ্যিক দিক দিয়ে দেখলে, বাজে কন্টেন্টের কারণে আপনাদের সিপিএম অনেক পড়ে যায়। জানিনা এসব আপনারা আদৌ পড়বেন কিনা। পড়লেও পদক্ষেপ নিবেন কিনা। বিশাল কর্পোরেশনে নড়তে চড়তে এক কোয়ার্টার পার হয়। কাজ করতে দুই।

একসময় বিরক্ত হয়ে হয়ত কোরা বাংলা ব্যবহার ছেড়ে দিব। অনেক সাইট আছে যেখানে ফোকাস করা বিষয় নিয়ে পরিচ্ছন্ন আলাপ হয়। হয়ত সেদিকেই যাওয়া লাগবে।

Nayeem Khan
Nayeem Khan
558 Points

Popular Questions