Answered 3 years ago
স্মার্ট ফোনে গুগল্ প্লে স্টোরে গিয়ে "pdf maker" লিখে সার্চ করলে কিছু অ্যাপ দেখাবে। তার মধ্যে যেটি একটু বেশি স্পেস-সম্পন্ন, অন্তত ৩৫ এম.বি, একটি অ্যাপ ডাউনলোড করে নিন। অ্যাপটি খুললেই কীভাবে পিডিএফ করবেন তার স্টেপ বাই স্টেপ নির্দেশ পাবেন। সেইমতো অগ্রসর হলেই পিডিএফ তৈরি করতে পারবেন। কঠিন কিছু নয়। আমি যে অ্যাপটি ব্যবহার করি তার নাম kagaz scanner, এটি ডাউনলোড করে দেখতে পারেন। কাজে না-লাগলে ডিলিট করে দেবেন।
mostofa publisher