Answered 2 years ago
সম্পুর্ন ফর্ম বলতে ঠিক কি বোঝাতে চেয়েছেন সেটা আমার কাছে ক্লিয়ার হয় নি। No তো একটা ইংলিশ শব্দ যার মানেটা দাঁড়ায় নাবোধক কিছু।আর আপনি যদি ফুল ফর্ম বলতে এটা বুঝিয়ে থাকেন তাহলে দেখেন,No=Next opportunity,কিন্তু সেটা তো বানানো একটা ফর্ম যেটা বেশিরভাগ সময় মানুষকে inspire করতে ব্যবহার করা হয়।এরকম আরো কয়েকটা উদাহরণ হলো,End=Effort never dies,Fail=First attempt in learning.কিন্তু আমার জানামতে ওগুলো তো কোনো সংক্ষিপ্ত রূপ না যে ওদের ফুল ফর্ম থাকবে।ভুল হলে জানাবেন।
Mamun Khan publisher