Answered 2 years ago
যারা বিদেশি হোস্টিং কোম্পানি গুলোর কাছ থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং, ই-কমার্স ও অন্যান্য কাজে হোস্টিং সার্ভিস ক্রয় করে থাকেন তাদের মধ্যে নেমচিপ হোস্টিং অনেক জনপ্রিয় । তবে দেশীয় হোস্টিং কোম্পানি গুলোর চেয়ে অনেক দামে কিনতে হয়ে থাকে। আবার যাদের অনলাইন পেমেন্ট গেটওয়ে নেই তাদের অনেক ঝামেলা পোহাতে হয়।
নেমচিপ হোস্টিং খুব ভালো। এই কোম্পানি র সবথেকে ভালো তাদের কাস্টমার কেয়ার । ২৪ ঘন্টা যে কোনো সময়ে আপনি যে কোনো সমস্যা নিয়ে যোগাযোগ করতে পারেন ।
runakhatun publisher