Mg2+ ও Cl- এর মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ ছোট?

1 Answers   6.6 K

Answered 2 years ago

Mg এর মোট ইলেকট্রন সংখ্যা ১২ এবং Cl এর মোট ইলেকট্রন সংখ্যা ১৭ । এদের প্রধান কোয়ান্টাম সংখ্যাও সমান, ৩।

Mg এর ইলেকট্রন বিন্যাস হলোঃ -

1s2 2s2 2p6 3s2

Cl এর ইলেকট্রন বিন্যাস হলোঃ -

1s2 2s2 2p6 3s2 3p5

এবার আমি যদি Mg2+ করি তাহলে হবে,

1s2 2s2 2p6 3s0

এখানে দেখা যাচ্ছে Mg2+ এর ক্ষেত্রে ৩টি অরবিট এর বদলে রয়েছে মাত্র ২টি অরবিট।

আবার আমি যদি Cl- করি তাহলে হবে

1s2 2s2 2p6 3s2 3p6

এখানে দেখা যাচ্ছে Cl- এর ক্ষেত্রে ৩টি অরবিটাল ৩টি ওই রয়ে গেছে।

তাহলে এখানে থেকে বলতে পারি Mg2+ এর পারমাণবিক ব্যাসার্ধ ছোট Cl- থেকে, কারণ Cl- এর আছে ৩টি অরবিটাল আর Mg2+ এর ২টি অরবিটাল।

এখানে আরও একটি কারণ রয়েছে, ইলেকট্রন বাড়ার কারণে Cl- এর মধ্যে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বেড়ে যায়, অন্যদিকে Mg2+ এর ইলেকট্রন কমার কারণে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ কমে যায়। তাই Mg2+ এর পারমাণবিক ব্যাসার্ধ ছোট Cl- থেকে ।


Suriya Mimpi
suriyamimpi
306 Points

Popular Questions