Answered 2 years ago
মনে করেন, আপনার আগে ছিল ম্যাগনেটিক হার্ডডিক্স (HDD) .
সেটার মধ্যে সি ড্রাইভে আপনি উইন্ডোজ দিয়ে রাখছিলেন. আপনি চাইলে নতুন ড্রাইভ নতুন SSD তে রাখতে পারবেন. সেক্ষেত্রে উইন্ডোজ দেয়ার দরকার নাই তবে, সাধারণত মানুষ ভালো SSDতেই উইন্ডোজ দেয় যাতে করে কম্পিউটারটি ফার্স্ট হয়.
তবে খুব কম ল্যাপটপে এক্সট্রা হার্ডডিস্ক রাখার জন্য স্পেস থাকে.
আপনি কি M.2 NVMe লাগাচ্ছেন ?
tuhinahemd publisher