Answered 3 years ago
যদিও আমি আইইউটি এর ছাত্র নই কিন্তু তারপরও উত্তর দেয়ার ইচ্ছা করছে আমার দেখা দেশের সবচেয়ে সুন্দর বিশ্ববিদ্যালয় সম্পর্কে।
আইইউটি সম্পর্কে আমাদের দেশের মানুষের জ্ঞান হয়ত তেমন নেই। আইইউটি সম্পর্কে খুবই সাধারণ একটি প্রশ্ন " আইইউটি কি পাবলিক নাকি প্রাইভেট? "
উত্তর খুবই সহজ আইইউটি এর দুটোর কোনটিই নয়। কারণ আইইউটি হচ্ছে খুব সম্ভবত দেশের একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।
যদি আপনার টাকা থাকে তাহলে হয়ত আপনার জন্য আইইউটিতে পড়া অতটা কঠিন নয় (তার মানে এই না যে টাকা থাকা মানেই পড়তে পারবেন, চান্স পাওয়ার পরের কথা বলছি) কিন্তু যাদের টাকার সমস্যা রয়েছে তাদের জন্য আইইউটিতে রয়েছে স্কলারশিপ এর ব্যবস্থা। আইইউটি তে খরচ প্রাইভেটের মত বরং স্কলারশিপ না পেলে তা অনেক প্রাইভেটের খরচের চেয়েও অনেক বেশি। আইইউটি তে দুই ধরনের স্কলারশিপ আছে একটি হচ্ছে সম্পূর্ণ স্কলারশিপ আরেকটি হচ্ছে আংশিক স্কলারশিপ। আংশিক স্কলারশিপের ক্ষেত্রেও বেশ ভালো টাকাই খরচ হয়। আইইউটিতে খরচ এর হিসাব দেয়া আছে ডলার হিসেবে। অর্থাৎ বুঝাই যাচ্ছে যে এটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এই এক কারণেই যে আপনি আইইউটিকে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ভাববেন তা নয়।
talhatolib publisher