Answered 2 years ago
iq মানে "intelligence quotient". বলতে গেলে এটা বুদ্ধি পরিমাপের একটা মাপকাঠি। তবে আপনার IQ আপনি বৃদ্ধি করতে পারবেন চাইলেই। যাদের IQ বেশি হয় তাদেরকে জিনিয়াস হিসবে ভাবা হয়। অনেকের জন্ম থেকেই IQ অনেক বেশি থাকে। অনেকেই ভাবেন IQ হয়তো আপনার কতটুকু সম্ভাবনা আছে সেটার মাপকাঠি, এটা আসলে ভুল। IQ কখোনো আপনি কতোটা সম্ভাবনাময় তা ঠিক করতে পারেনা। IQ টেস্ট করতে কোনো না কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়, অনলাইনে যেসব IQ টেস্ট দেখেন তার বেশিরভাগ ই ভুয়া। IQ টেস্ট করে বোঝা যায় সেই মুহূর্তে আপনার কগনাটিভ স্কিল, চিন্তন দক্ষতা, প্রবলে সল্ভিং দক্ষতা কতটুকু। যাদের জন্ম থেকেই IQ সাধারণ মানুষের চেয়ে বেশি হয় তাদেরকে অসাধারণ ভাবা হয়, এমন মানুষের সংখ্যা তুলনামূলকভাবে অনেক ক।
Jamal Ahsan publisher