Ip Address দিয়ে কী কী করা যায়?

1 Answers   3.5 K

Answered 2 years ago

যারা ইন্টারনেট ব্যবহার করে মোটামোটি সবাই IP (Internet Protocol) Address সম্পর্কে জানে এবং দেখেছে, কিন্তু অনেকেই আছে যারা IP Address সম্পর্কে জানে না। তাই যারা জানে না আজ তাদের নিয়েই আমার এ আর্টিকেল লিখা। তাহলে চলুন প্রথমেই জেনে নেই IP Address কী?

IP (Internet Protocol) Address কি?

IP এর পূর্ণ রূপ হলো – Internet Protocol. ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটারের একটি অনন্য বা অদ্বিতীয় অ্যাড্রেস বা আইডেন্টিটি থাকে। এ অ্যাড্রেস বা আইডেন্টিকে আইপি(IP) এড্রেস বলে।আইপি অ্যাড্রেসের দুটি অংশ রয়েছে।যথাঃ

নেটওয়ার্ক অংশ এবং

হোস্ট অংশ

প্রতিটি প্রতিটি হোস্টকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়। প্রতিটি হোস্টের আবার একটি করে ফিজিক্যাল এড্রেস থাকে যাকে ম্যাক এড্রেস বলা হয়। এটি ডিভাইস তৈরিকারক কোম্পানি ঠিক করে দেয়। তাছাড়াও প্রতিটি হোস্টের আবার একটি করে লজিক্যাল অ্যাড্রেস প্রয়োজন হয়। এই লজিক্যাল অ্যাড্রেসকে বলা হয় ইন্টারনেট প্রটোকল আইপি অ্যাড্রেস।


Imtiyaz Ahmed
imtiyazahmed
433 Points

Popular Questions