"In pursuance of" - এই কথাটির বাংলা অর্থ কী? প্রয়োগ কিরকম? যেকোনও অফিসিয়াল লেটারে প্রায় এটার ব্যবহার দেখি।
0
0
1 Answers
4.2 K
0
Answered
1 year ago
"In pursuance of " —- এর বাংলা অর্থ অনুসরণে। আমরা অনেক সময়ে এর অর্থ 'অনুসারে' ধরে নিয়েও এই letter এর উত্তর দিয়ে থাকি। যেমন,
In pursuance of your letter as per Memo under referrence, this office has to state that ……….. ."
এখানে " in pursuance of" এর পরিবর্তে 'apropos' your …… . " দিয়েও letter এর শুরু করতে পারি ; যদিও এর ব্যবহার তেমন দেখা যায় না।
হ্যাঁ, official letter এই এ সবের ব্যবহার হয়। আশা করি, কিছুটা হলেও বোঝাতে পেরেছি।
ধন্যবাদ।
Suroviislam publisher