IMEI দিয়ে মোবাইল চালু আছে কিনা কিভাবে জানবো?

1 Answers   8.7 K

Answered 1 year ago

IMEI নম্বর (International Mobile Equipment Identity) দিয়ে মোবাইল ফোনের স্ট্যাটাস জানা যায় এভাবেঃ

১. *#06# ডায়াল করে IMEI নম্বর চেক করুন। যদি নম্বরটি দেখায় তাহলে মোবাইলটি চালু আছে।

২. বিভিন্ন ওয়েবসাইট থেকে IMEI নম্বর দিয়ে চেক করুন মোবাইলটি অ্যাকটিভ আছে কিনা। যেমনঃ

imei.info
, deviceinfo.com
, checkcoverage.com

ইত্যাদি। এই সাইটগুলোতে IMEI নম্বর দিয়ে চেক করে জানতে পারেন মোবাইলটি অ্যাকটিভ আছে কিনা।

৩. অনেক অপারেটর তাদের ওয়েবসাইট থেকে IMEI নম্বর দিয়ে মোবাইলের স্ট্যাটাস চেক করার ব্যবস্থা রেখেছে। তাদের ওয়েবসাইট দিয়েও চেক করে জানা যায়।

IMEI নম্বর দিয়ে এই উপায়ে মোবাইল ফোন চালু আছে কিনা স্পষ্টভাবে জানা যাবে। আশা করি এটা সাহায্য করবে! কোনও প্রশ্ন থাকলে জল্পনা না করে জানান।

Anika
Anika
297 Points

Popular Questions