"I finished the work" নাকি "I have finished the work", কোনটা সঠিক বা কোনটা কখন ব্যবহার করা হয়? একটু বুুঝিয়ে বলবেন কি?

1 Answers   6.8 K

Answered 2 years ago

এই প্রশ্নের উত্তর আগেও অনেকেই দিয়েছে, এবং আমাকে উত্তরের অনুরোধ করা হয়নি। তাও আমি নিজে থেকেই উপযাচক হয়ে উত্তরটি দিতে আসলাম। হাহাহা!

ইংরেজিতে টেন্স বা কাল, তার মধ্যে দুইটি হল -

i. Simple Past Tense.

ii. Present Perfect Tense.

এই দুটো টেন্স বা কাল খুবই প্যাঁচ-খাওয়ানো।

এখন এই দুটোর মধ্যে পার্থক্য করা হয় -

১. কাজ করেছেন এবং তার ফল পাওয়া শেষ হয়ে গেছে, তবে Simple Past Tense.

২. কাজ করেছেন কিন্তু তার ফল এখনও পাননি বা এখনও পাচ্ছেন, ফল পাওয়া শেষ হয়ে যায়নি, তবে Present Perfect Tense.

একটি উদাহরণ দিচ্ছি-

ধরুন, আমার হাতে ভুলে অল্প ব্লেড লেগে কেটে পেলেছি।

এখন কাটার পর, নিশ্চয়ই আমার হাত থেকে রক্ত বের হবে।

a. যদি রক্ত এখন আর বের হচ্ছে না মানে রক্ত বের হওয়া শেষ হয়ে গেছে। এর মানে আমি হাত কাটার ফলটা আপনি পেয়ে গেছি। তবে এটাতে ব্যবহার করা হবে Simple past tense. I cut my hand inadvertently.

b. যদি রক্ত এখনও ঝরঝর করে পরছে, তার মানে আমার হাত কাটার ফল আমার পাওয়া এখনও শেষ হয়নি। তবে এটাতে ব্যবহার করা হবে Present Perfect Tense. I have cut my hand inadvertently.

যাই হোক, এখন প্রশ্নে আসা যাক। প্রশ্নটি ছিল -

"I finished the work" নাকি "I have finished the work", কোনটা সঠিক বা কোনটা কখন ব্যবহার করা হয়? একটু বুুঝিয়ে বলবেন কি?

প্রথম প্রশ্নের প্রথম ভাগের উত্তর - দুটোই সঠিক। আলাদা আলাদা জায়গায় দুটোর ব্যবহার করা হয়।

প্রথম প্রশ্নের দ্বিতীয় ভাগ ও দ্বিতীয় প্রশ্নের উত্তর -

Finish - এই শব্দটার মানে কী! মানে হল শেষ করা।

আমি একটা জিনিস বলতে চাই খালি -

ধরুন, আপনি কাজটি Finish করেছেন।

যদি আপনি কাজটি শেষ করে ফেলেছেন এবং তার পর জমা দিয়ে দিয়েছেন। ফলে আপনি আর সম্পাদনা করতে পারবেন না। তাই এখানে Simple Past tense, মানে I finished the work. এরকম হলে, সাধারণত বাক্যের শেষে সময়ের উল্লেখ করা থাকে।

যদি আপনি কাজটি শেষ করে ফেলেছেন, কিন্তু আপনি কাজটি জমা দিন নাই। তার মানে আপনার কাছে এখনো সুযোগ আছে, আপনার কাজে কোনো পরিবর্তন করার বা সম্পাদনা করার। তবে সেটা হবে Present Perfect Tense, মানে I have finished the work.

আমি যা জানি, তাই বললাম। তার মধ্যে ভুল থাকলে অবশ্যই সংশোধন করে দিবেন, আমি কৃতজ্ঞ থাকব।

ধন্যবাদ।

Mohon Ali
Mohon Ali
661 Points

Popular Questions