Answered 2 years ago
বড্ড আটপৌরে প্রশ্ন। সবাই সঠিকভাবে উত্তর দিয়েছেন। নতুন করে উত্তর দেওয়ার প্রয়োজন দেখি না। তবে, বিনোদনের খাতিরে যোগ করা যায়, যারা ইংরেজীতে কমজোর তারা i এর পরে is যোগ করেন।
একজন নামকরা পাট ব্যবসায়ীর কথা বলা হয় যিনি সফল ব্যবসায়ী কিন্তু নিরক্ষর। বলাবাহুল্য, রাজনীতিতে কিংবা ব্যবসায়ে বুদ্ধি থাকলে লেখাপড়া খুব প্রয়োজন হয় না। মাধ্যমিক পরীক্ষায় পাশ না করতে পারলেও প্রধান মন্ত্রী হওয়া যায়।
সে পাট ব্যবসায়ী লন্ডনে গিয়ে ক্রেতার কাছে টেলিফোন করলে তিনি জিজ্ঞেস করলেন, who is it? আমাদের ব্যবসায়ী উত্তর দিলেন, I is Abdul khaleque. তাকে দোষ দেয়া যায় না। বাংলা ভাষায় বাক্যে কর্তা ভেদে সাধারণত ক্রিয়া পরিবর্তন হয় না, অথবা ক্রিয়া উহ্য থাকে।
লন্ডনের ক্রেতা মজা করে উত্তর দিলেন, Okay, my friend, I is Robert. How is you? খালেক সাহেব রবার্টের চেয়ে বুদ্ধিমান। ইংলিশ ম্যান অচিরেই বুঝতে পারলেন, ইংরেজি ভাষা না জানলেও আমাদের পাট ব্যবসায়ীকে ঠকানো মোটেই সহজ নয়।
babynaznin publisher