"Hy Sys" নামের একটি অ্যাপ আমার মোবাইলে একা একা ইনষ্টল হয়। আনইনষ্টল করলে ও কিছুক্ষণ পর আবার চলে আসে, কিভাবে এটি থেকে মুক্তি পাবো?

1 Answers   5.8 K

Answered 2 years ago

আসলে, একটি ভাইরাস, ভালভাবে বলতে গেলে ট্রোজান হর্স, এর পিছনে আছে। ভেবে দেখুন, হাই সিস এর আগে আপনি কোন কোন এ্যাপ ইনস্টল করেছেন, বিশেষ করে প্লে স্টোরের বাইরে থেকে। তারই মধ্যে কোন একটি ট্রোজান হর্স ছিল।


এখন প্রশ্ন, তাড়াবেন কী ভাবে?


জানবেন, যারা ট্রোজান তৈরি করে, তারা কাঁচা কাজ করে না। একটি ট্রোজানের পিছনে অনেক মেধা, অনেক বুদ্ধি, অনেক রাগ, অনেক হতাশা। তাই সহজে তাড়ানো একে সম্ভব নয়।


খাতা কলম নিয়ে বসুন। কী কী এ্যাপ আছে তা লিখে রাখুন। জরুরী কিছু ফোন নম্বর টুকে রাখুন। ফোন থেকে ব্যাক আপ তুলুন চিপ, পেন ড্রাইভ বা ক্লাউডে। এবার আপনার ফোনে সেটিংস মেনু থেকে ফ্যাক্টরি রিসেট করে দিন।

সম্পূর্ণ আনকোরা ফোন এবার আপনার হাতে। আপনার গুগল এ্যাকাউন্টে লগ ইন করুন। দেখবেন, আপনার সব এ্যাপ, সব ছবি, সব গান-ভিডিও , সব ফোন নম্বর আপনার ফোনে চলে এসেছে। আসেনি কেবল Hy Sys. এখন যদি দেখেন সেও এসে গেছে, তাহলে বার করতে হবে কোন সফটওয়্যারের থেকে সে এসেছে। সেই বাহনটিকে আগে আনইনস্টল করুন। তারপর আবার ব্যাকাপ, আবার রিসেট, আবার রিস্টোর। পরিশ্রম সাপেক্ষ, সন্দেহ নেই। তবে এই জন্যেই মোবাইলের দোকানি এক গোছা টাকা নেবে আপনার থেকে। আর এর পর থেকে উল্টো পাল্টা এ্যাপ ইনস্টল করতে গেলে একটু ভাববেন, Hy Sys কে ডেকে আনছেন না তো?

Administrator
admin
0 Points

Popular Questions