'Have' ও 'Has'-এর মধ্যে পার্থক্য কী? যদি এর মধ্যে যেকোনো একটিই ইংরেজি শব্দ থাকতো তাহলে কি কোনো আমাদের ক্ষতি হতো?
0
0
1 Answers
1.5 K
0
Answered
1 year ago
এরা উভয়েই verb 'to have' গ্রুপের অন্তর্ভুক্ত। Noun বা Pronoun এর number ও Person এর ভিত্তিতে এদের অবস্থান হয়। Subject 3rd Person ও Singular Number হলে সেক্ষেত্রে has এবং অন্যান্য Number ও Person এর Subject এর ক্ষেত্রে have ব্যবহৃত হয়। ব্যাকরণগত ব্যবহার ভিন্ন হলেও Main Verb হিসেবে এরা থাকা/আছে অর্থ প্রকাশ করে। সুতরাং এদের পার্থক্য ব্যাকরণগত।
যদি এর মধ্যে যেকোনো একটিই ইংরেজি শব্দ থাকতো তাহলে ব্যাকরণগত সমস্যা হতো। যেমন:
I has a car. They has a big house. She have a lot of money. এগুলো মেনে নিলেও আপনি টেন্স নির্ধারণে সমস্যায় পড়তেন। যেমন: The doctor had (to have) come before the patient died.
tarik006 publisher