'Git cli' না ইউজার ইন্টারফেস সম্বলিত সফটওয়্যার কোনটি ব্যবহার করা ভালো?

1 Answers   11.3 K

Answered 2 years ago

আসলে গিট কমান্ড লাইন আর গ্রাফিক্যাল ইউআই ক্লায়েন্টের মাঝে আমি তেমন ভাল মন্দের পার্থক্য দেখি না । একজন প্রোগ্রামার হিসেবে আপনার দুটোই জানা থাকা উচিত । একেকটার একেক রকম সুবিধা । যেমন ধরুন আপনি কোন প্রজেক্ট নিয়ে কাজ করছেন এবং আপনার ডেভেলপমেন্ট টাইম কমানো প্রয়োজন । এরকম ক্ষেত্রে বারবার কোড এডিটর / আইডিই , গিট ইউআই ক্লায়েন্ট সুইচ করাটা আপনাকে ডিসট্র্যাক্ট করতে পারে এবং সময় সাপেক্ষ হতে পারে । সেক্ষেত্রে কোড এডিটর / আইডিই এর ইন্টিগ্রেটেড টার্মিনালে গিট কমান্ড লাইন ব্যাবহার করাটা আপনার জন্য টাইম সেভার হতে পারে ।

অথবা চাইলে সরাসরি টার্মিনাল ব্যাবহার করতে পারেন ।

আবার ধরুন আপনি আপনার কোন প্রজেক্টের ভার্শন হিস্ট্রি , কমিট , চেঞ্জ সবকিছু শুরু থেকে শেষ পর্যন্ত খুটিয়ে খুটিয়ে দেখতে চাচ্ছেন । এমন সিনারিও ভিজুয়ালাইজেশনের অবশ্যই কমান্ড লাইনের থেকে ইউআই ক্লায়েন্ট ভাল অপশন ।

গিট নিয়ে একেকজনের কাজের অভিজ্ঞতা / অভ্যাস একেকরকম । এটা আপনার উপর নির্ভর করবে কোনটা আপনার জন্য ভাল ।

Rafi Rayhan
rafirayhan
540 Points

Popular Questions