"Everybody know him" বাক্যটি কি সঠিক?

1 Answers   8.8 K

Answered 1 year ago

না, বাক্যটি গ্রামারটিক্যাললি সঠিক নয়।

Subject যদি 3rd Person সিঙ্গুলার নাম্বার হয় তাহলে Present Indefinite/Simple Present Tense এ মূল Verb এর সাথে 's' / 'es' যুক্ত করতে হয় ইংরেজি গ্রামারটিক্যাল অনুসারে।

আমার শ্রদ্ধেয় স্যার আমাকে শিখিয়েছিলেন, সহজে মনে রাখার জন্য যত প্রকার body আছে মানে Nobody,Somebody,Everybody সব থার্ড পার্সন সিঙ্গুলার। তাই মূল Verb 'know' এর সাথে 's'/'es' যুক্ত হবে।

তাই সঠিক বাক্যটি হবে — Everybody knows him.

Bijoy ahmed
Bijoy
311 Points

Popular Questions