Domain & hosting কিনে ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজড করতে কি ওয়ার্ডেপ্রেস এর কোন প্লান কিনতে হবে?

1 Answers   8.6 K

Answered 2 years ago

না, ওয়ার্ডপ্রেস হোস্টিং ই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য প্রয়োজন বিষয়টি এমন না। তবে যেহেতু ওয়ার্ডপ্রেস একটি সি এম এস এবং এটি থিম প্লাগিনের সমন্বয়ে ড্রাগ এন্ড ড্রপ সিস্টেমে করতে হয় তাই ওয়েবসাইট কিছুটা স্লো হয়।

না বোঝার কারণে অনেকেই শুরুর দিকে প্লাগিন আর প্লাগিন ইনস্টল করে থাকে। ফলে ওয়েবসাইট স্লো হয়।

এইসব বিষয় বিবেচনায় রেখে ওয়ার্ডপ্রেস হোস্টিং এর সূচনা। তাছাড়া ওয়ার্ডপ্রেস হোস্টিং কিছুটা তুলনামূলক সহজ কারণ এতে সি-প্যানেল নেই। এবং কিছু রেস্ট্রিকশনও থাকে যেন আপনি যেন তেন প্লাগিন ইনস্টল না করতে পারেন।

এছাড়া ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ের এক্সপেরিয়েন্স কমিউনিটিতে এত বেশি সন্তোষজনক না। অনেকে ওয়ার্ডপ্রেস হোস্টিং নিয়ে পরে আবার সি-প্যানেল শেয়ার্ড হোস্টিং নিয়েছে।

তাই, আমি সাজেশন দিব আপনি শুরুর দিকে সি-প্যানেল হোস্টিং নিন। শেয়ার্ড হোস্টিং এর ব্যবহারকারী যেহেতু কমিউনিটিতে সিংহভাগ তাই কোন সমস্যা হলে সাপোর্ট পেতে কোন অসুবিধা হবে না। আর ওয়ার্ডপ্রেস হোস্টিং এর ব্যবহারকারী তুলনামূলক কিছুটা কম হওয়ায় সমস্যায় পড়লে সাপোর্ট পেতে একটু কষ্ট হবে।

যাইহোক, ওয়েবসাইট তৈরি করার সময় এত বেশি প্লাগিন ব্যবহার না করলে এবং ওয়েবসাইট প্রপারলি অপটিমাইজড থাকলে, কোয়িালিটি সি-প্যানেল হোস্টিং হলেও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট (ব্লগ) কেমন ফাস্ট হতে পারে তা এই লিংকে ক্লিক করে দেখে নিন Host Veek

Kazi Atik
kaziatik
168 Points

Popular Questions