'Darlings' চলচিত্রটি দেখেছেন কী?

1 Answers   3.6 K

Answered 2 years ago

হ্যাঁ, শিক্ষণীয় কিছু জায়গাও খোঁজার চেস্টা করেছি…

প্রেমের-বিয়ের এক প্রেমিককে পরিবর্তনের টানাপোড়েন নিয়ে ভিন্নদৃশ্য।
শিক্ষণীয় জায়গাঃ

১.সম্মান অন্যদের থেকে চেয়ে অর্জন করার জিনিস নয়। নিজে ভেতর থেকে সৎ থাকাই সম্মান অর্জনের শর্ত।

২.অন্যের ওপর নির্ভরশীল হলেই হতাশা আসবে,নির্ভরতা হারানোই মুক্তি।

৩.শত্রুকে পরিবর্তন করা না গেলেও তার জন্যে নিজেকে তার পর্যায়ে এনে পরিবর্তনের প্রয়োজন নেই।

৪.প্রেমের বয়স নেই,অসমবয়সী প্রেম লজ্জাজনক হওয়া উচিত নয়।

৫.সবসময় বড়দের দেয়া ধারণাই ঠিক এমনটি নয়, তাতে নিজের উপলব্ধি যোগ করা যথেস্ট গুরুত্বপূর্ণ।

৬.কারো ইমোশনাল এট্যাকে(আদরে) গলে নিজের জীবনকে লিক্যুইড করো না, নিজেকে ফ্রীজে রেখে মতবাদে শক্ত থাকো।😄

৭.তিক্ত সম্পর্কের চেয়ে একাকীত্ব উত্তম।(অনুমান) 🙃

পৃথিবী শান্তিময় হোক🤍

Runa Laila
runalaila
435 Points

Popular Questions