Could এবং Would এর ব্যবহার ও পার্থক্য কী?

1 Answers   9.2 K

Answered 2 years ago

কোরা বাংলার আবোল তাবোল প্রশ্নের ভিড়ে একটা ভালো প্রশ্ন করার জন্যধন্যবাদ ‌।


Would” এবং “Could” দুটোই modal auxiliary verb যাকে আমরা সচরাচর helping verb বা সাহায্যকারী ‌ ক্রিয়াপদ বলে থাকি।‌ বলা বাহুল্য, Helping verb এর কাজ বাক্যের প্রধান ক্রিয়াপদকে ভাব প্রকাশের জন্য সাহায্য করা।


Would এবং could শব্দদয়ের মধ্যে পার্থক্য


Would শব্দটি will এর Past tense. Would ব্যবহার করা হয় অতীতের কাল্পনিক বা অনুমান ভিত্তিক ব্যাপার স্যাপার‌ বোঝাবার জন্য। যেমন, জনপ্রিয় পল্লীগীতির একটি চরণ…… আগে যদি জানতাম তোমার ভাঙ্গা নৌকায় চড়তাম না। If I had known earlier, I would not have ridden on your leaky boat. এ বাক্যে অতীতের কোন কাল্পনিক বিষয়ের কথা বলা হয়েছে।


Could শব্দটি can এর Past tense. Could কোন কিছুর সম্ভাবনা অথবা সক্ষমতা বুঝাতে could ব্যবহার করা হয়। যেমন, চেষ্টা করলে তুমি অবশ্যই জয় লাভ করতে পারতে.. . If you had tried you could have definitely won the game.


দুটো শব্দের পার্থক্যটা না হয় বোঝা গেল, বাক্যে কোনটি কখন ব্যবহার করতে হবে তা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগতে হয়। শব্দের ব্যবহার বিধি উদাহরণসহ আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো।


“Would” এবং “Could” এর ব্যবহার বিধি


“Could” দ্বারা বুঝায় সক্ষমতা অথবা সম্ভাবনা। অতীতে অথবা ভবিষ্যতে কিছু করতে পারতাম অথবা পারব তা বোঝাতে “Could” ব্যবহার করা হয়। উদাহরণ:


At my young age, I could ride my bike home in 10 minutes.


এতে বোঝায় অল্প বয়সে আমার বাইকে করে দশ মিনিটে বাড়ি পৌঁছাতে পারার সামর্থ্য ছিল। এমন নয় যে আমি সত্যি সত্যি দশ মিনিটে কখনো বাড়িতে পৌঁছাতে পেরেছি, কিন্তু আমার সে ক্ষমতা ছিল।


অন্য কয়েকটি উদাহরণ যা দ্বারা সামর্থ্য এবং সম্ভাবনা দুটোই বোঝায়।


I could go to see a movie.


Ram could sleep in the car on the way home.


Akash could get a raise in that new company.


You could go out with your friends if you finish your homework.


Mariam could get that new job she’s been eyeing.


“Could” দ্বারা বোঝায় কিছু একটা ঘটার অথবা করার সম্ভাবনা আছে কিন্তু তা যে হবে তা নিশ্চয়ই করে বলা যায় না।


“Would” নিশ্চয়তা বোঝায়, “could” বোঝায় সামর্থ্য অথবা সম্ভাবনা। “would” বোঝায় অতীতে নিশ্চিত ভাবে সংঘটিত কোন কিছু অথবা কাল্পনিক অথবা অনুমান ভিত্তিক কোন পরিস্থিতি। ‌ আপনি যদি মনে রাখেন “would” শব্দটি will এর তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। উদাহরণ;


At my young age I would ride my bike home in 10 minutes.


বাইকে চড়ে দশ মিনিটে বাসায় পৌঁছাতে তোমার শুধু সামর্থ্য ছিল না, বাস্তবে তুমি তা করেও দেখিয়েছো। “Would” ক্রিয়াপদ তোমার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রাখে না।


আরো কয়েকটি উদাহরণ দেখা যাক.


If I won the lottery, I would buy a house. (সম্ভাবনা ও সামর্থ)


Rajan would sleep in the car on the way home.


I would help you this weekend, but I'm working.


If the company changes, you would get a raise.


If we go on vacation, it would be somewhere hot.


“Would” এবং “could” নিশ্চয়তা এবং সম্ভাবনা প্রকাশ করতে একসঙ্গে ব্যবহার করা যায়। যেমন:


I would go on vacation if I could get the time off.


অর্থাৎ, যদি আমি ছুটি পাইতাম তাহলে অবশ্যই বেড়াতে যেতাম।


যদি কোথায় কোন শব্দটি ব্যবহার করতে হবে তা বুঝতে অসুবিধা হয় তাহলে শব্দটির কোথায় উৎস তা স্মরণ রাখবেন।


Could: I can do it. (সামর্থ্য)


Would: I will do it. (নিশ্চিত)


সৌজন্যবোধক আলাপে "would" এবং "could" এর ব্যবহার।


কোন সব বিষয়ে অনুরোধ অথবা অনুমতি প্রার্থনা করতে “Would” এবং “Could” যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। উদাহরণ:


Could I have an pen?


Would you give me a pen?


যখন আপনি কোন পরামর্শ দেন আপনি শুধু তার সম্ভাবনাটা বলে দেন। তুমি কোন নিশ্চয়তা দিতে পারো না যে তা গ্রহণযোগ্য হবে। এক্ষেত্রে ব্যবহার করবে "could".


You could take the underground train.


We could go to the movies.


I could take that home and fix it.


You could go on the bus.


That idea could work.


এক্ষেত্রে আপনি শুধু সম্ভাবনার কথাই বলছেন।


“Would” ব্যবহার করা হয় আদেশ নির্দেশ দেওয়ার জন্য‌। যেমন আপনি যদি বলেন, “You would take the underground train.” এ শুধু পরামর্শই নয় বরং আদেশ বোঝায়।

কাউকে নিশ্চিতভাবে কিছু প্রদান করতে অথবা আমন্ত্রণ জানাতে “Would” ব্যবহার করা হয়।

Would you like to come over?

I would like to go to Dhaka.

Would you like to go on vacation with me?

I would like to invite you to our wedding.

Would you like to have tea?

Alia Khatun
Alia Khatun
553 Points

Popular Questions