Answered 2 years ago
দুঃখজনক ব্যাপার। যাইহোক, আপনি অন্যকোন কীবোর্ড ব্যাবহার করেন। আর ইউ এস বি পোর্ট পরিবর্তন করে দেখতে পারেন। আর একটি উপায় হল CMOS রিসেট করা। এটি মুলত আপনার BIOS Jumper এর অবস্থান পরিবর্তন করে করা হয়। একইসাথে,, আপনার CMOS Battery সরিয়েও করতে পারেন। তবে, মাদারবোর্ড এর মডেল অনুযায়ী কাজের ধারা পরিবর্তিত হতে পারে। আপনার PC র মাদারবোর্ড ম্যানুয়াল এ CMOS রিসেট করার পদ্ধতি লেখা থাকবে। আর না থাকলে মাদারবোর্ড ম্যনুফাকচারার এর ওয়েবসাইট, বিভিন্ন টেক ফোরাম, ব্লগ থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন। আশা করি দ্রুত আপনার সমস্যার সমাধান পাবেন। ধন্যবাদ ও শুভকামনা।
tasnimahmed publisher