Answered 2 years ago
কোন উপকারিতা নেই । কারন BIOS কি কাজ করে বা এর কোন ফিচার ইমপ্রুভমেন্ট আপনি ইউজার এন্ড থেকে কখনো দেখতে পাবেন না ।
হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো সাধারণত হার্ডওয়্যার এর সাথে যে BIOS ভার্শন প্রভাইড করে , সেটা সাধারণত সবথেকে উপযুক্ত ।
উল্টোদিকে BIOS আপগ্রেড করতে গিয়ে ভার্শন মিসম্যাচ বা হার্ডওয়্যার ইনকম্প্যাটিবিলিটি এর মতো ইস্যুর কারন আপনার কম্পিউটার পার্মানেন্টলি ডেড হয়ে যেতে পারে ।
যথেষ্ট পরিমান টেকনিক্যাল নলেজ না থাকলে BIOS নিয়ে ঘাটাঘাটি না করাই ভাল ।
rayahan publisher