Answered 1 year ago
শুধু as মানে 'যেহেতু' হতে পারে আবার 'যেমন' হতে পারে। উদাহরণস্বরূপ : As he is ill, he can't do the work. এখানে as মানে 'যেহেতু'। আবার, As you like. এখানে as মানে 'যেমন'। অন্যদিকে, As - as. দুটি as এর মধ্যে adjective বসালে মানে অন্যরকম হয়। যেমন: as good as, as poor as, as beautiful as এরকম যেকোন adjective. সে তিশার মতো লম্বা - She is as tall as Tisha. সে রহিমের মতো গরীব - He is as poor as Rahim. এছাড়াও আরও অন্য ব্যবহার আছে। He scored nine goals in as many matches. মানে, সে নয়টা গোল করেছিল অতগুলো খেলায় (নয়টা খেলায়)। এইরকম আর কী! তবে গ্রামার ব ই থেকে আরো ভালো শিখতে পারবেন। ধন্যবাদ।
Sakib23 publisher