Answered 2 years ago
ভবিষ্যৎ পৃথিবী হতে যাচ্ছে AI নির্ভর। আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই ভালো।
আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করেন তাহলএখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জয়জয়কার চলছে। AI এখনো বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। যদিও অনেক কম।
বর্তমানের কথা বলতে গেলে বাংলাদেশে এখনো AI এর চাকরির ক্ষেত্র কম। আস্তে আস্তে বাড়ছে। ভবিষ্যতে আরো বাড়বে। আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের দেশে এখনই অনেক ক্ষেত্র আছে চাকরির।
আপনি যদি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে থাকেন তাহলে বলবো AI এর দিকে ফোকাস দেন। বেটার ফিউচার দেশে এবং দেশের বাহিরে।
babynaznin publisher