Answered 2 years ago
সহজ ভাষায় এন্টিভাইরাস সফ্টওয়্যার হচ্ছে একটি সুরক্ষা কবচ। যেটি ভেদ করে কোন ভাইরাস, ম্যালওয়্যার, হ্যাকার আপনার কম্পিউটারে অনাকাঙ্খিতভাবে প্রবেশ করে আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতেে পারে না।
অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার ব্যবহারের সবচেয়ে সুবিধা হল: ভাইরাস এবং তাদের সংক্রমণ থেকে সুরক্ষা দেয়া; স্প্যাম এবং বিজ্ঞাপন ব্লক করা; হ্যাকার এবং ডেটা চোরদের বিরুদ্ধে প্রতিরক্ষা দাড় করানো; অপসারণযোগ্য ডিভাইস (USB) থেকে সুরক্ষা নিশ্চিত করা; আপনার কম্পিউটারের গতি ধরে রাখা; স্পাইওয়্যার এবং ফিশিং আক্রমণ থেকে রক্ষা করা; ইন্টারনেট ব্যবহারে সুরক্ষা উন্নত করতে ওয়েবসাইটে প্রবেশ সীমিত করা; আপনার পাসওয়ার্ড রক্ষা করা ইত্যাদি। বিস্তারিত জানতে বা কিভাবে Anti-Virus সফটওয়্যার ইন্সটল করতে হয়, তা জানতে এখানে ক্লিক করুন।
mstsalmakhatun publisher