Air cooler কি অস্বাস্থ্যকর ?

1 Answers   12.3 K

Answered 1 year ago

কুলার এর সুবিধা

১. দাম কম। তাই প্রাথমিক ইনভেস্টমেন্ট কম করতে হয়।

২. এয়ারকন্ডিশনের থেকে মেনটেনেন্স খরচ কম করতে হয়।

৩. এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে নিয়ে যাওয়া যায়।

৪. একটি এসি থেকে অনেক কম বিদ্যুৎ খরচ করে।

এয়ার কুলারের অসুবিধা

১. প্রধানত শুষ্ক অঞ্চলে এটির ব্যবহার যথোপযুক্ত। আপনি যদি কোস্টাল এরিয়া তে , কিংবা বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ যদি বেশি থাকে তাহলে এয়ার কুলার ব্যবহার অস্বাস্থ্যকর হয়ে ওঠে।

২. যেহেতু এটি ঠাণ্ডা করতে কেবল জলেরই ব্যবহার হয় তাই এই জল প্রতিনিয়ত পরিষ্কার করতে হয় তা না হলে জমা জল থেকে সৃষ্টি হতে পারে রোগজীবাণু।

৩. অনেক সময় এয়ার কুলার থেকে অতি ক্ষুদ্র জলকণা হাওয়ার সাথে ভেসে আসে, হাঁপানি রোগীদের যা অস্বাস্থ্যকর । তাই যাদের একটু বেশি ঠান্ডা লাগার ধাত থাকে তারা এয়ার কুলার এড়িয়ে চললে ভালো।

Piku
Piku
286 Points

Popular Questions