Answered 2 years ago
যদি একদম সরল করে বলা হয় তাহলে আপনি Ago এবং Before ব্যবহার করেন ‘পূর্বে’ বা ‘আগে’ বলার জন্য। কিন্তু ব্যবহারের তফাত কিছুটা এইরকম
সাধারণত, Ago যখন ব্যবহার করেন তা একটি নির্দিষ্ট সময়ের পূর্বে বলার জন্য। তাই সাধারণত ইংরেজী বাক্যে আপনি ago শব্দের পূর্বে একটি সময় সূচক শব্দের ব্যবহার পাবেন। Ten minutes ago, One year ago, Long time ago, Centuries ago, ইত্যাদি। প্রত্যেকটিতে ago র আগে একটি সময়ের উল্লেখ আছে।
Before আপনি ব্যবহার করেন, ‘আগে’ বলার জন্য কিন্তু একটি নিশ্চিত সময়ের ঘটনার আগে বলার অর্থে। এখানে সময়কে আপনি একটি ঘটনার সাথে যুক্ত করে, তার আগে বলছেন, অথবা একটি বস্তু স্থিতির আগে-র কথা বলছেন।
Before he arrived I already slept। সে আসার আগেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। তার পৌঁছে যাওয়ার ঘটনা হওয়ার আগে।
Before you reach the round about turn left। তুমি রাস্তার গোলচক্করটায় পৌঁছানোর আগে, বাম দিকের পথে চলে যেও। মানে তুমি গোল চক্করে পৌঁছে যাও এই ঘটনা ঘটিত হওয়ার আগে।
Place this bucket before that table। বাল্টি টা টেবিলের আগে রাখো। মানে যেখানে টেবিলটা আছে তার আগে।
তাহলে ago একটি নির্দিষ্ট সময়ের সাথে ব্যবহার হচ্ছে, এবং বর্তমান থেকে পেছনের গণনা করছে। before এর ব্যবহারে তেমন কিছুই নির্দিষ্ট নয় এবং অনেকাংশেই পূর্বের কোনো ঘটনার থেকে আগের কথা বলতে ব্যবহার হচ্ছে, অথবা কোনো বস্তু স্থিতির পরিপ্রেক্ষিতে ব্যবহার হচ্ছে। standing before mirror। আয়নার সামনে দাড়িয়ে। ইত্যাদি।
Ago হলো adverb।
Before হলো adverb, preposition, conjunction
rashedulrana publisher