Answered 2 years ago
ধরে নিলাম গরম জল ও বরফ ( বা বরফ গলা জলের) মিশ্রনের অন্তিম তাপমাত্রা t degC ৷ অতএব তাপ গ্রহন ও বর্জনের সমীকরন দাঁড়ায় ,
গরম জলের বর্জিত তাপ = বরফের 0 degC পর্য্যন্ত তাপমাত্রা উঠতে গৃহিত তাপ + ২০ গাম বরফ গলার লীন তাপ + ২০ গ্রাম 0degC এর জলের t degC পর্য্যন্ত ওঠার জন্য গৃহিত তাপ ।
30 x1x (70-t) = 20 x 0.5 [0-(-5)] + 20 x 80 + 20x1(t-0)
Or, 2100 -30t= 50 + 1600 +20t
Or, 50t = 450
Or, t= 9 degC
সুতরাং বরফটি সম্পূর্ন গলে গিয়ে তার তাপমাত্রা 9 degC পর্য্যন্ত উঠবে ।
sojibsahriar publisher