Answered 2 years ago
বাজারে গিয়া একটা চার্জার কিনুন।ঠিক ছবিতে যেটা দেয়া সেটি।তারপর একটা ইলেক্ট্রিশিয়ানের কাছে যেয়ে যেমন পোর্ট দরকার তেমন পোর্ট লাগিয়ে নিন।অল্পতে ঝামেলা শেষ।
আর হ্যা এই চার্জারের কার্যবিধি জেনে নিবেন ভালো করে।অনেক উপকারে আসবে।এর ম্যাক্স আউটপুট ৩.৫ এম্পিয়ার।তবে ১২ ভোল্ট পর্যন্ত সাপ্লাই দিতে পারে চার্জারটি।অন টাইম ভোল্ট বাড়ানো কমানো যায়।
khalidrimon publisher