60w এর একটি বাল্প 5 ঘণ্টা জ্বললে কী পরিমাণ বিদ্যুত ব্যায় হবে?

1 Answers   8.5 K

Answered 2 years ago

60W*5hrs = 300 Whr = 0.3 Kwhr বা 0.3 unit তাহলে মাসিক বিল হবে 0.3*30 = 9 unit

ওয়াট র সাথে সময় ( ঘন্টা ) গুণ হচ্ছে, সুতরাং বিদ্যুতের একক watt hr. Watt hr খুব ছোট একক তাই কিলো ওয়াট আওয়ার কে এক ইউনিট ধরা হয়। দৈনিক বিল তো কেউ দেয় না, কোথাও মাসিক বিল, কোথাও ত্রৈমাসিক বিল দেওয়া হয়।

তোমার হিসেব টা ঠিক আছে।


Rajibul islam
rajibul
301 Points

Popular Questions