5 থেকে 6 লাখ টাকায় গ্রামে কী ব্যবসা করা যায়?

1 Answers   7.2 K

Answered 2 years ago

আপনার গ্রামে কি ব্যাবসা করবেন এ কথাই অনেক প্রশ্ন রয়ে যাই।

১. আপনার গ্রামে বাজার আছে কিনা?


২.আপনার গ্রামে বিদ্যুৎ ব্যবস্থা আছে কিনা?


৩.আপনার গ্রামের যোগাযোগ ব্যবস্থা কেমন? ইত্যাদি ইত্যাদি


এখানে সাবাই ভাল লাভজনক আইডিয়াই দিবে ব্যাবসার ক্ষেত্রে কিন্তু সেটা আপনার গ্রামের পরিবেশ,যোগাযোগ,রুচি,কালচার,ধর্মীয় দৃষ্টি কোন থেকে এসবের সাথে নাও মিলতে পারে।


সেই ক্ষেত্রে আমার মূল কথা হচ্ছে আপনি নিজেই এটাকে নিয়ে একটু ভাবুন। তারপর ও আমি ব্যবসার কিছু ধারণা দিতেছি।


** নেটের ব্যবসাঃ বর্তমানে ওয়াইফাই প্রচুর পরিমাণে মানুষ নিতেছে। হয়ত আর ১০ বছর পর শহরের মত গ্রামের ঘরে ঘরে ওয়াই ফাই যাবে। তবে এটা মনে রাখবেন ওয়াই ফাই সবার ঘরে ঘরে চলে আসবেই আসবে। আপনার ঐই খানে যদি এই ব্যবস্থা না থাকে তাহলে এটা করতে পারেন। এখানে প্রচুর লাভ। এটা কয়েকটি গ্রাম বা এলাকার জন্য ব্যবসা করেতে হবে। যেহেতু আপনি বলেই দিয়েছেন গ্রামে ব্যবসা করবেন সেহেতু আমার এই আইডিয়া টা আপনার জন্য অহেতুক। লাভ বেশী তাই বলেছি। নিচের আইডিয়া গুলো আমি আপনার বলে দেওয়ার দিকে দৃষ্টি রাখবো।


** বিকাশ/ফ্রেক্সিলোডঃ বর্তমানে বিকাশ/নগদ/রকেট/উপায়/ এসবের মাধ্যমে টাকা প্রচুর পরিমান লেনদেন হয়। এই লেনদেন যত দিন যাবে ততই বাড়তে থাকবে কখনই কমবেনা। এখন ব্যাংক থেকে বিকাশে টাকা ট্যান্সফার,বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল থেকে শুরু করে বিল পেমেন্ট, ছাত্র ছাত্রীর ফর্ম ফিলাপ,ছাত্র-ছাত্রীর বৃত্তি, সরকারি থেকে বিভিন্ন ভাতা, বিদেশ থেকে টাকা পাঠানো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি সব কিছুই এসবের মাধ্যমে লেনদেন হচ্ছে , আরো অনেক সুবিধা আছে ভবিষ্যতে আসবে। ভবিষ্যতে শহর থেকে গ্রামের মানুষ পর্যন্ত এটা ব্যবহার করতে বাধ্য থাকিবে। কোন এক বিশেষজ্ঞ বলেছেন প্রচুর পরিমাণে আধুনিকের কারণে ভবিষ্যতে টাকার লেনদেন নাও থাকতে পারে। আরেকটি বড় সুবিধা হচ্ছে এই ব্যবসায় আপনার টাকা সবসময় ক্যাশ থাকতেছে। আপনি যখন ইচ্ছে টাকা যে কোন লাভ জনক খ্যাতে ব্যবহার করতে পরবেন। অথবা যখন ইচ্ছে ব্যবসা গুটিয়ে নিতে পারবেন। যেটা অন্যান্য ব্যবসার ক্ষেতে পারবেন না।

**ইলেকট্রনিকসঃ এই ব্যবসার কথা কি আর বলবো এমন কোন বাসা বাড়ি নাই যেখানে ইলেকট্রনিকের জিনিসপত্র লাগেনা। এটাও ভাল ও লাভ জনক ব্যাবসা। তবে এখানে ইলেকট্রনিকের যন্ত্রপাতির সাথে সাথে ট্যাংকি ফিটিংস এর জন্য পাইপ যেহেতু গ্রামে সেহেতু টিউবওয়েলের বিভিন্ন যন্ত্রপাতি, রং এর কোটা, টিন, ইত্যাদি তুলে ব্যবসা করতে পারেন।

এখন আপনি আপনার দক্ষতা, গ্রাম ও গ্রামের মানুষ, এসব নিয়ে চিন্তা ভাবনা করে দেখতে পারেন। আরো ভালো ব্যবসা থাকতে পারে আমার ঝুঁড়িতে এইটুকুই ছিল। এটা বাংলাদেশর গ্রামের ক্ষেত্রে প্রযোজ্য অন্য দেশের গ্রামের ক্ষেত্রে আমার ধারনা নেই।

যেহেতু আপনি চিন্তা করতেছেন। সেক্ষেত্রে আপনাকে শুভকামনা আশা করি ভাল আইডিয়া নিয়ে সত্য ও নিষ্টার সাথে ব্যবসা পরিচালনা করার মত ধৈর্য, শক্তি ও ঞান সৃষ্টি কর্তা আপনাকে দেখ।


Dipty Khatun
diptykhatun
420 Points

Popular Questions