24 ঘন্টাই মোবাইল ডাটা অন করে রাখলে কি ফোনের কোনও সমস্যা হবে?

1 Answers   14.4 K

Answered 3 years ago

মোবাইল ডাটা ব্যবহার করার ফলে দেখবেন মোবাইল দ্রুত গরম হয় এবং প্রচুর পরিমাণে ব্যাটারি খরচ করে। তাই মোবাইল ডাটা অন রাখলে আপনার দুটা জিনিসের ক্ষতি হবে বলা যায় না কিন্তু সাইড ইফেক্ট আছে। মোবাইল গরম এবং ব্যাটারি চার্জ ফুরে যাবে তাই অপ্রয়োজনে ডাটা অফ রাখুন এটিই উত্তম।


Renuka Renu
renukarenu
553 Points

Popular Questions