2023 সালে বাংলাদেশের দ্রব্য মূল্যের দাম কেমন হতে পারে?

1 Answers   4.6 K

Answered 2 years ago

'যত গর্জে তত বর্ষে না'।


আসলে ২০২৩ সালে কিছুই হবে না। যা হবে তা হচ্ছে- জিনিসপত্রের দাম আরো বাড়বে। দেশে করোনার পর জিনিসপত্রের দাম বেড়েছে। আসলে জিনিসপত্রের দাম সব সময় বাড়তেই থাকবে। আজ থেকে ৪০/৫০ বছর আগের লোকেরাও বলতো জিনিসপত্রের দাম বাড়ছে। আগামীতে ৪০/৫০ বছর পরও জিনিসপত্রের দাম বাড়বে। এখন একটা সিগারেটের দাম ১৫ টাকা। একটা ডিমের দাম ১৪ টাকা। হায় হায় করে কোনো লাভ নাই। সব যুগে জিনিসপত্রের দাম বাড়ে, বাড়বেই। আপনাকে যা করতে হবে- তা হলো আপনার আয় বাড়াতে হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। আয় বাড়াতে না পারলে অভাবে পড়বেন। এই আধুনিক যুগে দুর্ভিক্ষ হবে না। যার টাকা আছে, তার কোনো চিন্তা নাই। চুরী, ছিনতাই আর প্রতারণা বাড়বে।


আমাদের দেশে জিনিসপত্রের দাম লাগামহীন ভাবে বাড়ে। কারন সরকার বাজার নিয়ন্ত্রণ করতে জানে না। অর্থ্যাত পদ্মাসেতু/মেট্রোরেল তৈরি করা যায়, কিন্তু বাজার মনিটরিং করা যায় না। আগে যে ডাক্তার ভিজিট নিতো ৫০০ শ' টাকা এখন সেই ডাক্তার ভিজিট নিচ্ছে ৮০০ শ' টাকা। জিনিসপত্রের দাম বৃদ্ধির কারন হচ্ছে 'দূর্নীতি'। দেশে দূর্নীতি বন্ধ করা গেলে জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়তো না। সরকার কোনোদিনও দূর্নীতি বন্ধ করতে পারবে না। কারন সরকারের প্রতিটা লোক দূর্নীতি করে। ২০২৩ সালে দরিদ্ররা আরো দরিদ্র হবে। বেকারদের সংখ্যা আরো বাড়বে। দেশে অনেকে বলাবলি করছে শেখ হাসিনা ২০২৩ সালে পালিয়ে যাবে। কারন আওয়ামীলীগ দেশকে তলাছাড়া বাক্সে রুপান্তরিত করেছে। সরকারের নানান বিষয় নিয়ে ফেসবুক এবং ব্লগ গুলোর চেয়ে ইউটিউবে বেশি আলোচনা হয়।

Moushumi Hamid
Moushumi Hamid
530 Points

Popular Questions