Answered 2 years ago
গুগল অনেক বড় কোম্পানি। ওদের অনেক ধরনের চাকুরি আছে যেমন- রোবোটিক্স, আইওটি, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, সফটয়ার ডেভেলপার, গেম ডেভেলপার, ইলেক্ট্রনিক্স, ক্লাউড ডেভেলপার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, ডাটা সেন্টার ম্যনেজম্যান্ট, একাউন্ট, ম্যানেজমেন্ট, রিক্রুইটার, ক্লিনার, টেকনিশিয়ান ইত্যাদি ইত্যাদি।
আর সব বিষয়ে সার্টিফিকেট লাগলেও প্রোগ্রামার পদে নিয়োগ পেতে গুগলে কোন সার্টিফিকেট লাগে না। শুধু আপনাকে প্রোগ্রামার হতে হবে। আর আপনি আসলে প্রোগ্রামার কিনা তা তারা যাচাই করবে। আপনাকে প্রোব্লেম সলভ করতে দিবে। পারলে নেক্সট স্টেপে রিয়াল টাইম প্রোব্লেম সলভ করে দেখাতে হবে। তারপর এক সময় আপনি নিজেকে গুগলে দেখতে পাবেন।
tasfinkhan publisher