Answered 2 years ago
খুবই চমৎকার প্রশ্ন করেছেন।তার থেকেও চমৎকার প্রশ্ন ভাই আপনার বাইক টা কত সি সি র ? চলুন জেনে নেই সি সি কি ? কিভাবে কাজ করে?
সি.সি (c.c) হলো ঘণমিটার (cubic centimetre) এর সংক্ষিপ্ত রূপ। এটি আসলে আয়তনের একক। কোন গাড়ির engine যত বেশি সি.সি, তার আয়তন তত বড়| আয়তন বড় হইলে সেখানে বেশি পরিমাণ oxygen এর দহন হবে, এবং গাড়ি বেশি জোরে চলবে।
যার সহজ বাংলা হল, ঘন সেন্টিমিটার। এর দ্বারা ওই ইঞ্জিনের সব ক'টি সিলিন্ডারের ভেতরকার আয়তন এর সমষ্টিকে বোঝায়।
তো চলুন তবে দেরী না করে মূল কথায় যাই।
সহজ কথা সিসি বা CC হচ্ছে Cubic Centimeters বা ঘণ সেন্টিমিটার। অর্থাৎ কোনকিছুর মাঝে কোনো পদার্থের পরিমাণ এর আয়তন এর হিসেব। বা সহজ কথায় সেই পদার্থ দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা মিলিয়ে কতটুকু জায়গা নিচ্ছে তার হিসেব।
মোটরযানের বেলায় এই হিসেবটা হল ইঞ্জিনের সিলিন্ডারের ধারণক্ষমতার হিসেব। অর্থাৎ ইঞ্জিনের যে সিলিন্ডার থাকে, সবকয়টা সিলিন্ডার মিলে ফুয়েল বা ইন্ধনের জন্যে মোট কতখানি জায়গা দিতে পারে তার হিসেব।
মনে করুন একটা ১২০ সিসির বাইক যার ইঞ্জিন হচ্ছে 4 স্ট্রোকের। মানে হচ্ছে এর ৪টা স্ট্রোকের ৪টা সিলিন্ডার মিলে মোট ১২০ কিউবিক বা ঘণ সেন্টিমিটার ফুয়েল টানতে পারে। অর্থাৎ প্রতিটা সিলিন্ডারের প্রতি সাকশনে ফুয়েল টানার ক্ষমতা ১২০÷৪ = ৩০ সিসি বা 30 Cubic Centimeters । এই হিসেবটা অনেকক্ষেত্রে Air – Fuel এর মিক্সচার এর হিসেবে হয়ে থাকে।
অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এই মাত্রা বা Volume টা হল প্রতিটা সিলিন্ডারের ভেতরের উচ্চসীমা বা Top Dead Centre (TDC) থেকে নিয়ে নিম্নসীমা বা Bottom Dead Centre (BDC) অংশের মাঝে ঠিক কতটুকু ফুয়েল ধারণ করতে সেটাই হচ্ছে ঐ ইঞ্জিনের প্রতিটা সিলিন্ডারের সিসির হিসাব। আবার অপরভাষায় বলতে গেলে CC হচ্ছে ইঞ্জিনের সিলিন্ডারের প্রতিবারে ফুয়েল বা ইন্ধন শোষণ করার ক্ষমতা। এই শোষণ করার ক্ষমতা এবং তার ব্যবহার আবার ইঞ্জিনের সিলিন্ডার, এর গঠন, এর ভেতরে থাকা পিস্টন, পিস্টনের গঠন, আকার, ওজন, সিলিন্ডারের কম্বাশ্চন রেট (Combustion rate) ইত্যাদির উপর নির্ভর করে। আবার ঠিক এগুলোর উপর এটাও নির্ভর করে যে একটা ইঞ্জিন কত সিসি প্রতি সাইকেল (সিলিন্ডারের ভেতরে পিস্টনের ওঠা নামার হার) ইন্ধনকে কাজে লাগিয়ে কতখানি ঘূর্ণন শক্তি উৎপন্ন করে। এই ঘুর্ণনশক্তির হিসেব হয় আবার কিলোওয়াটে। যা কিলোওয়াট হিসেবকে এক্ষেত্রে আবার হর্সপাওয়ার এককে ব্যবহার করা হয়।
অর্থাৎ CC হল ইঞ্জিনের ইন্ধন ধারণের মাত্রা। আর Horsepower হল সেই ইন্ধন ব্যবহারে উৎপন্ন শক্তির একক
fardinashik publisher