10-12 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করা ভালো হবে নাকি 10-12 হাজার টাকার চাকরি করা?

1 Answers   4.4 K

Answered 2 years ago

দুই টাই। কিভাবে? এখনি বলছি,আমার মনে হয় প্রথমে আপনাকে জানতে হবে এখনি বড় ইনকাম দরকার কিনা নাকি কিছু দিন স্বল আয়ে বা পরিবারের সাপোর্ট এ চলা সম্ভব৷ যদি স্বল্প আয়ে বা পরিবারের সাপোর্ট এ চলতে পারেন তবেএখন টাকা টা এফ ডি আর করুন। এতে মাসে কিছু টাকা আসবে এবার দেখুন ১০-১২ লাখ টাকায় কি ধরনের ব্যাবসা শুরু করা যায় এবং আপনার ভাল লাগে।এমন একটা ব্যাবসা দেখে কিছু দিন ১০-১২ হাজার বেতনে চাকরী করে তাদের ব্যাবসা টা সম্পকে ধারনা নিন। পুরো প্রসেস টা জানুন আপনার পরিচিতি বাড়ান, সাপোর্ট কাদের লাগে তাদের সাথে রিলেশন বিল্ড করুন। এর পর আস্তে আস্তে টুক টাক ব্যাবসা নিজে করুন। যখন অবস্থা ভাল হবে এফ ডি আর এর কিছু টাকা উঠিয়ে বাবিসা শুরু করুন। আর কিছু টাকা ব্যাক আপ রেখে দিন পরবতী তে পুজির জন্য। এভাবে এগিয়ে যান।


Khadiza
khadiza
262 Points

Popular Questions