10-12 লক্ষ টাকা দিয়ে কী ব্যবসা করা যায়? কোথায় বিনিয়োগ করা যায়, যেখান থেকে একটা ন্যূনতম মুনাফা পাবো?

1 Answers   7.1 K

Answered 1 year ago

এই টাকা দিয়ে ট্রেডিং ব্যবসা করাটা সবচেয়ে ভালো হবে । তবে ব্যবসায় যদি আপনি ভালো করতে চান আপনার জন্য ম্যানুফ্যাকচারিং বিজনেস সব চাইতে ভাল হবে। তবে এত অল্প টাকা দিয়ে ম্যানুফ্যাকচারিং বিজনেস আপনি করতে পারবেন না।

যে ব্যবসাই করুন না কেন সাপ্লাই চেইন এবং মার্কেটে প্রাইস সব সময় আপনার কন্ট্রোলে থাকা রাখতে হবে। ব্যবসা শেখার জন্য আপনি কোন নামিদামি কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন সে ক্ষেত্রে আপনার একটি গুদামঘর, একজন ডেলিভারি ম্যান, একজন সেলসম্যান, একজন অ্যাকাউন্টেনট দরকার হবে। এক বছরের বার্ষিক পরিকল্পনা করুন। খরচের উপর ভিত্তি করে আপনার পণ্যের দাম নির্ধারণ করুন। যেন পণ্য বিক্রয় করলে আপনার লাভের টাকা উঠে আসে

আপনার প্রতি মাসে কত খরচ হবে তার ভিত্তিতে প্রতি বছরের খরচের হিসাব বের করুন। তারপরে কোম্পানির সাথে চুক্তি করে কাজে নেমে পড়ো

Shuvo
shuvo
319 Points

Popular Questions