Answered 2 years ago
এক কথায় বলতে গেলে : কিন্ত কিন্ত করো না।
আমরা অনেক সময় বিভিন্ন অজুহাত দিয়ে থাকি। যেমন: কোন একটা বিষয়ে কথা হচ্ছে তখন ”কিন্ত” এই শব্দটি দিয়ে সেই বিষয়ে রাজী না হলে বা ইতস্তত করা বুঝিয়ে থাকি।
সেই অজুহাত বন্ধ করার জন্য এই ফ্রেজটা ব্যবহৃত হয়ে থাকে।
আরে! এত কিন্ত কিন্ত করো না তো, আমার সাথে চল।
Oh, come with me. "But…" "But me no buts, buddy!"
renurekhena publisher