' কি ' এবং ' কী ' উভয়ই প্রশ্নবোধক অর্থ বহন করে। তথাপিও এদের ব্যাবহারের ভিন্নতা কেন, এর কারন জানাবেন কি?
0
0
1 Answers
13.6 K
0
Answered
1 year ago
প্রথমত অবশ্যই দুটি একই "প্রশ্নবোধক" অর্থ বহন করে না, বরং দুটির ব্যবহার সম্পূর্ণ আলাদা।
যেসব প্রশ্নের উত্তর কেবল হ্যাঁ/না দিয়ে দেওয়া যায় সেসব প্রশ্নে ব্যবহৃত হয় "কি"। যেমন -
✓তুমি "কি" এটা করেছো? (Have you done this?)
উত্তর : হ্যাঁ।
✓তুমি "কি" সেখানে গিয়েছিলে?
উত্তর : না।
ইংরেজি Wh Question word যেমন "What" যা দিয়ে প্রশ্ন করলে শুধু মাত্র হ্যাঁ/না দিয়ে সংক্ষেপে উত্তর দেওয়া যায় না বরং উত্তর বিশ্লেষণ করতে হয় সেক্ষেত্রে ব্যবহৃত হয় "কী"। যেমন :
✓তোমার নাম কী? (What is your name?)
- বিনীতা (এখানে আপনি কেবলই হ্যাঁ/না দিয়ে উত্তর দিয়ে পারবেন না। আপনাকে আপনার নাম বলতে হবে)
afiaislam publisher