৯ মাস সংসার করার পর ছেলে মাদকাসক্ত হওয়ায় মেয়ে ছেলেকে ডিভোর্স দেয়, এখন একজন অবিবাহিত ছেলের ঐ মেয়েকে বিয়ে ঠিক হবে কিনা, বিয়ে করলে পরবর্তীকালে কোনও সমস্যা হতে পারে কি?

1 Answers   9 K

Answered 2 years ago

ভাইরে!!! আপনি মেয়ের সম্পর্কে আগে খোজ নেন। যদি মেয়েটার সব দিক থেকে ভাল হয়। মানে আপনার কাছে মনে হয় যে তার সাথে আপনি সংসার করতে পারবেন। জাস্ট চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে তারপর কবুল বলে ফেলুন।

একটা মেয়ের বিয়ে হয়েছে। তারপর তার ডিভোর্স হয়ে গিয়েছে বলে কি মেয়েটি খারাপ। এই যে বললেন ছেলেটা মদ খেতো। তাহলে দোষ তো ঐ ছেলের। আমাদের সমাজ সব সময় মেয়েদের দিকেই আঙুল তুলতে অভ্যস্ত।

তাই স্বাভাবিক ভাবেই নিন। যদি বিয়ে করতে চান তাহলে আগে মেয়েটি সম্পর্কে জানুন। কারণ আপনি ও মেয়েটি সংসার করবেন। পাড়া প্রতিবেশি নয়। ধন্যবাদ, ভাল থাকবেন।

Bristy
bristy.khatun
226 Points

Popular Questions